শোনো মেয়ে

 শোনো মেয়ে 

খাদিজা বেগম 


শোনো মেয়ে বলছি তোমায় 

তোমার জীবন অনেক বেশি মূল্যবান,

তোমায় করতে মূল্যহীনা 

তোমার পিছে লেগে আছে যে শয়তান।।


সত্যি কারের প্রেমিক যারা 

তারা হৃদয় রেখে দেহ ধরে না,

দেহের সাথে লেনদেন করে

এভাবে প্রেম ভালোবাসা করে না।

পবিত্র প্রেম নষ্ট করে

প্রেম করে না কভু কোন প্রেমবান।।


যার চরিত্রের ঠিক থাকে না 

ঠিক থাকে না তার করা ওয়াদা,

তার সাথে প্রেম করো না কেউ 

সে পারবে না দিতে প্রেমের মর্যাদা।।


প্রেমের নামে ফাঁদ পেতে সে 

সরল পেয়ে করে যাবে সর্বনাশ,

তুমি তখন মরার মতন 

সব হারিয়ে হবে জিন্দা লাশ।

 কিছু ভুলের হয় না মাশুল 

সেই ভুল করলে তুমি হবে অপমান।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান