পাপি বান্দা

 পাপি বান্দা

খাদিজা বেগম 


আমি তোমার পাপী বান্দা 

ডুবে গেছি পাপের ভিতর, 

পাপের গন্ধ দূর করে দাও 

ছিটাইয়া দাও ক্ষমার আতর।।


অন্ধকারের জগৎ থেকে 

আলোর দিকে নাও আমাকে, 

সত্যের আলো জ্বালিয়ে দাও 

এই জীবনের বাঁকে বাঁকে। 

ঈমানি নূর জ্বেলে দিয়ে 

আলোকিত করো অন্তর।।


যেই অন্তরে তোমায় রাখি 

সেই অন্তরে রেখো না পাপ, 

পাপ গুলকে মাপ করে দাও 

কাবুল করো এই অনুতাপ।

বাপের জ্বালায় জ্বলে পুড়ে 

আমি হয়ে গেছি কাতর।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান