আগের মত আবার
আগের মত আবার
খাদিজা বেগম
আগের মত পাইনা আমি
তোমার মুখের কথায় মিষ্টি,
আগের মত নেই তো তোমার
আমার প্রতি প্রেমের দৃষ্টি।।
তোমার উগ্র ব্যবহারে
প্রেম জাগে না আমার মনে,
মরণের সাধ জাগে এখন
এই মনেতে ক্ষণে ক্ষণে।
উপচে উপচে অশ্রু ঝরে
দুই নয়নে নামে বৃষ্টি।।
বলোনা গো কেন তুমি
আগের মত এখন আর নাই,
কেন তোমার ব্যবহারে
আমার অন্তর পুড়ে হয় ছাই।।
কেন এত ত্রুটি খুঁজো
আগের মত গুণ খোঁজ না,
আমি তো সেই আগের মত
তুমি কেন তা বোঝনা।
এসো আগের মত আবার
আমরা করি প্রেমের সৃষ্টি।।
Comments
Post a Comment