তোমার মাকে
তোমার মাকে
খাদিজা বেগম
তোমার মাকে বলো না যে
অবুঝ- অচল, মূর্খ -বৃদ্ধ,
তোমার জন্য মৃত্যুর সাথে
মা করেছে তীব্র যুদ্ধ।।
এই পৃথিবীর রূপ দেখাতে
মা সয়েছে শত কষ্ট,
সেই মাকে যে ব্যথা দেবে
সন্তান নয়তো সে পথভ্রষ্ট।
সদা তোমায় থাকতে হবে
মায়ের কথা কাজে শুদ্ধ।।
মায়ের সাথে করতে হবে
বিনয় করে সৎ ব্যবহার,
যেন তোমার ব্যবহারে
নয়নের জল না আসে তার।।
আমার মায়েরে নাই তুলনা
মাগো আমার দরদী মা,
মায়ের মত এত ত্যাগী
পৃথিবীতে কেউ হবে না।
মায়ের সেবা করে যে জন
ধন সম্মানে সে সমৃদ্ধ।।
Comments
Post a Comment