মাকে জড়িয়ে ধরা

 

মাকে জড়িয়ে ধরা
খাদিজা বেগম

আর হবেনা আর হবে না
মা, মা বলে মাকে জড়িয়ে ধরা,
মায়ের চোখের জল মুছিয়ে
খুব যতনে মাকে আদর করা।।

মায়ের বুকের বিছানাতে
শিশুকালে নিদ্রা যেতাম আমি,
সেই মাকে আজ মাটি দিলাম
তাকে দেখে রেখো অন্তর্যামী।
কেমন করে ভুলবো আমাকে
মায়ের ভিতর থেকে আমি গড়া।।

খুব আনন্দে খেতাম আমি
মায়ের হাতের দুধ কলা ভাত মাখা,
মা ছাড়া আজ দিশেহারা
জীবন আমার লাগে ফাঁকা ফাঁকা।।

আমার গায়ের কাঁথা ছিল
আমার মায়ের ভালোবাসার আঁচল,
হাত চলে না, পাওয়া চলে না
মাকে ছাড়া আমি এখন অচল।
এই হৃদয়ের কানায় কানায়
মাগো তোমার স্মৃতি দিয়ে ভরা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান