খেলার ময়দান

 খেলার ময়দান 

খাদিজা বেগম 


পৃথিবীটা যেন একটা 

মস্ত বড় খেলার ময়দান, 

নিয়ম মেনে খেলবে যারা 

তাদের জন্য আছে সম্মান।।


শত রকম খেলা আছে 

আছে লাখে লাখ খেলোয়ার,

গভীর বুদ্ধির খেলার কাছে 

হার মেনে যায় সব তলোয়ার।

নিয়ম ভেঙ্গে খেলবে যারা 

তারা পাপি হয় অপমান।।


এই পৃথিবীর খেলার মাঠে 

দিবা কিংবা রাতের বেলা,

প্রতি ক্ষণে ক্ষণে চলছে 

অদৃশ্য আর দৃশ্যের খেলা।।


একটা মানুষ কভু দর্শক 

আবার কভু খেলোয়ার হয়,

খেলার মাঝে ডুবে থেকে 

তৈরি কর নিজ পরিচয়।

খেলা হলো খুশির খোরাক 

 খেলার মাঝে দুঃখ পায় ত্রাণ।।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান