মায়াবী বদন
মায়াবী বদন
খাদিজা বেগম
উড়ু উড়ু ছিল এই মন
সেই থেকে মন আর উরে না এখন,
যখন আমি দেখেছিলাম
তোমার সুন্দর ওই মায়াবী বদন।।
সেই থেকে এই মনের মাঝে
জেগেছে খুব রঙিন রঙিন আশা,
উরু উরু এই মন পাখি
তোমায় নিয়ে বাঁধবে প্রেমের বাসা।
যখন তখন উদাস হয়ে
তোমায় দেখে আমার দুটি নয়ন।।
তুমি হাসলে হাসে এই মন
ঐ হাসিতে যেন মধু ঝরে,
বললে কথা সুবাস ছড়ায়
ঐ কথাতে যেন জাদু করে।।
ঢেউ খেলা না তোমার চালায়
এই হৃদয়ে যেন তুফান ওঠে,
কোমল হাতের আলতো ছোঁয়ায়
মনের মাঝে প্রেমের পুষ্প ফোটে।
তোমার প্রেমে মন মজেছে
তোমায় বিনে বাঁচে না এই জীবন।।
Comments
Post a Comment