পাপের গন্ধ
পাপের গন্ধ
খাদিজা বেগম
চেয়ে দেখো ভালো করে
কাঁচা চুলে পাক ধরেছে,
সোনার দেহ মলিন হইছে
টানা চামড়ায় ভাঁজ পড়েছে।।
পাপ জেনেও এখনো তো
করে যাচ্ছ প্রতিদিন পাপ,
শেষ বেলাতে এসো তোমার
মনের মাঝে নাই অনুতাপ।
অন্যায় কর্ম না ছাড়িয়া
তোমার আত্মা ভুল করেছ।।
নৈতিকতা রেখে তুমি
ষড়যন্ত্রের পথ ধরেছো,
সত্য ন্যায়ের চর্চা ছেড়ে
মিথ্যা দিয়ে মন গড়েছো।।
চোখ থাকিতে অন্ধ তুমি
দেখতে পাও না ভালো মন্দ,
তোমার কাছে কেউ যেত না
যদি থাকতো পাপের গন্ধ।
তুমি মরার আগেই তোমার
বিবেক বুদ্ধি জ্ঞান মরেছে।।
Comments
Post a Comment