তোমার অপেক্ষাতে

 তোমার অপেক্ষাতে 

খাদিজা বেগম 


আমার এই মন সারাটা ক্ষণ 

শুধু তুমি তুমি করে ডাকে, 

আমার এই চোখ দিবানিশি 

শুধু তোমার অপেক্ষাতে থাকে।।


ভালোবাসা পাবার আশায় 

বারেবারে তোমার দ্বারে আসি, 

বুঝতে চাও না কেন তুমি 

তোমায় আমি কত ভালবাসি। 

তোমার হাতে হাত রাখিলে 

শান্তি উড়ে আসে ঝাঁকে ঝাঁকে।।


ভালোবাসা খুব প্রয়োজন 

ভালোবাসা ছাড়া হয়না জীবন, 

তুমি কাছে না টানিলে 

আমায় টেনে নিয়ে যাবে মরণ।।


তুমি আমার কাছে এলে 

আমি যেন প্রাণ খুজে পাই বুকে, 

দূরে দূরে থাকলে তুমি 

প্রাণ মরে যায় যেন ধুঁকে ধুঁকে।

কাছে থেকো পাশে রেখো 

জীবন চলার প্রতি বাঁকে বাঁকে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান