মন খোঁজে যারে

 মন খোঁজে যারে 

খাদিজা বেগম 


আমার এই মন খোঁজে যারে 

কি করে যে পাব তারে, 

এদিক সেদিক ঘুরে ফিরে 

খুঁজি তারে বারে বারে।।


প্রতিটা দিন চোখে মেলে 

কত শত জনের দেখা, 

তবু মনে হয় পৃথিবী 

তারে ছাড়া ফাঁকা ফাঁকা।

সে বিহনে যন্ত্রনা হয় 

মন ভরে যায় হাহাকারে।।


নতুন নতুন কত যে মুখ 

কারো মাঝে আমার সে নাই, 

যারে নিয়ে স্বপ্ন দেখি 

যারে আমি মন থেকে চাই।।


যারে ছাড়া হৃদয় কাতর

বুকে জ্বলে প্রেমের শিখা,  

বড় জানতে ইচ্ছে করে 

সে আছে কি এই ভাগ্যে লেখা।

তারে ছাড়া আমি যেন 

বন্দি কোন কারাগারে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান