আগলে রাখার তৃষ্ণা
আগলে রাখার তৃষ্ণা
খাদিজা বেগম
কে আমাকে ভালবাসে
কে আমাকে করে ঘৃণা,
আগের মতো এসব নিয়ে
আমি এখন আর ভাবি না।।
যাকে নিয়ে ভাবতাম আমি
যে জন ছিল ভাবনার নায়ক,
সেই তো দূরে চলে গেছে
দিয়ে গেছে বুক ভরা শোক।
তার বিরহে দিবানিশি
বুকে বাজে অগ্নিবীণা।।
এখন শুধু কানায় কানায়
এই দেহ মন ভরা অসুখ,
তারি সাথে চলে গেছে
এই জীবনের সবটুকু সুখ।।
তাইতো আমি সব ভুলে আজ
শুধু আমায় নিয়ে ভাবি,
বেঁচে থাকার জন্য আমার
ভিতর থেকে আত্মার দাবি।
আজ জেগেছে এই আমাকে
আগলে রাখার অনেক তৃষ্ণা।।
Comments
Post a Comment