মরণের স্বাধ জাগে
মরণের স্বাধ জাগে
খাদিজা বেগম
তুমি কেন আমার সাথে
কথায় কথায় জ্বলে ওঠো রাগে,
মধুর কথা বললেও আমি
তোমার কাছে বিষের মতই লাগে।।
যারে এতো ভালোবাসি
সে খুশি হয় আমার চোখের জলে,
মাঝে মাঝে তাই মনে হয়
এই পৃথিবী ছেড়ে যাবো চলে।
এই অপমান থেকে বাঁচতে
বারে বারে মরণের স্বাধ জাগে।।
যারে আমি এই অন্তরে
জায়গা দিলাম আদর যত্ন করে,
তার অন্তরে ঠাই না পেয়ে
আমার অন্তর ছটফটিয়ে মরে।।
এই বেহাইয়া বেলাজা মন
তবু কেন তারেই ভালোবাসে,
তারে কাছে পাবার আশায়
মোনাজাতে চোখের জলে ভাসে।
তারে সঁপে দেওয়ার জন্য
পুষ্প ফোটে ভালোবাসার বাগে।।
Comments
Post a Comment