ছিদ্র কলসে জল
ছিদ্র কলসে জল
খাদিজা বেগম
তোমার কোন লাভ হবেনা
তলা ছিদ্র কলসে জল রেখে,
মন্দ কর্ম না ছাড়িলেও
লাভ হবে না ভাল কিছু শেখে।।
পানি ধরে রাখতে হলে
ছিদ্রটারে বন্ধ কর আগে,
ভালো কিছু করতে হলেও
তেমনি আগে মন্দ ছাড়া লাগে।
মন থেকে কেউ ভালো হলে
নিজেই সরে আসে মন্দ থেকে।।
শক্ত পোক্ত শিকড়ের গাছ
পড়েনা তো শিকড় সহ উপড়ে,
ভালো কাজে উস্কে থেকো
যেমন আগুন উস্কে রাখে হাপরে।।
মিথ্যা কথা বন্ধ করো
একজন সত্যবাদী হতে হলে,
এমন কর্ম কেউ করো না
যাতে কারো চোখ ভরে যায় জলে।
মানুষ হতে চাইলে তুমি
ভালো পথে চলো মন্দ রেখে।।
Comments
Post a Comment