তুমি আমার জন্মভূমি

 তুমি আমার জন্মভূমি 

খাদিজা বেগম 


ও জননী শোনো তুমি 

ভালোবাসি তোমায় ভালোবাসি, 

আমি তোমায় ভালোবেসে 

হাসতে হাসতে নিতে পারি ফাঁসি।।


তোমার প্রেমে পাগল হয়ে

দিতে পারি এই শরীর রক্ত,

তোমার প্রেমে প্রাণ দিয়েছে 

একাত্তরের লাখো লাখো ভক্ত।

তুমি আমার মহারানী 

আমি তোমার সেবা করা দাসী।।


ভালবাসি শাপলা ঝিলে 

নাও ভাসিয়ে শাপলা টেনে তুলতে,

ভালোবাসি রঙ বেরঙের

শাপলা ভেজা জলের ঢেউয়ে দুলতে।।


ভালোবাসি প্রথম বৈশাখ 

বটতলা আর শিমুলতলার মেলা, 

ভালোবাসি চঞ্চল ছেলের 

হাডুডু আর কানামাছি খেলা। 

তুমি আমার জন্মভূমি 

সেই গৌরবে সুখে আছি ভাসি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান