প্রেমের গাছে
প্রেমের গাছে
খাদিজা বেগম
খুব আনন্দে উঠেছিলাম
আমি একটা প্রেমের গাছে,
নামতে গিয়ে হাত ভাঙ্গেনি
পা ভাঙ্গেনি মন ভাইঙ্গাছে।।
সাঁতার কাটতে নেমেছিলাম
প্রেম যমুনার মিঠা জলে,
সেই জলেতে এত জ্বালা
উঠলে পরেও আরও জ্বলে।
ভালোবাসা এমনি হয়
মন ভরে না প্রেমের চাষে।।
একটুখানি সুখের আশায়
পান করেছি প্রেমের সুরা,
সেই প্রেমেরি ঝড়ে পড়ে
এই দেহ মন গুঁড়া গুঁড়া।।
প্রেম করিলেও কাঁদতে হবে
না করিলেও কাঁদতে হবে,
সুখের নামে দুঃখ দেবে
প্রেম এমনি হয় এই ভবে।
প্রেমে জীবন প্রেমে মরণ
প্রেম ছাড়া কি কেহ বাঁচে।।
Comments
Post a Comment