রোবটের মত
রোবটের মত
খাদিজা বেগম
কাকে বলব আমার কথা
আমি কিছুই ভেবে পাইনা,
এই রোবটের মত জীবন
এক মুহূর্ত আমি চাইনা।।
সুখ না পেতেই হারিয়ে যায়
দুঃখ কেন যে হারায় না,
আশা গুলো ফুরিয়ে যায়
ক্ষত কেন ফুরায় না।
যা ভেবে হাত বাড়িয়েছে
হাতে পেয়ে দেখি তাই না।।
যে ভাবে না আমায় নিয়ে
তারে কেন ভাবি আমি,
যে দিল না আমারি দাম
তারে কেন ভাবি দামি।।
যার কারণে অশ্রু আসে
আজো আমার চোখের কোনে,
তবু কেন তারে আমি
খুব যতনে রাখে মনে।
কিছু পাবার আশা করে
এখন আর এই হাত বাড়াই না।।
Comments
Post a Comment