বাবার কষ্ট ঢাকা
বাবার কষ্ট ঢাকা
খাদিজা বেগম
মা আমাকে স্কুলে নেন
বাবা দেন তার খরচা টাকা,
মায়ের কষ্ট প্রকাশ পেলেও
থাকে বাবার কষ্ট ঢাকা।।
মা আমাকে জন্ম দিল
খুব যতনে করলো লালন,
খুব সহজে পারত না মা!
বাবা যদি না করিত
মায়ের প্রতি দায়িত্ব পালন।।
বাবার শাসন মায়ের আদর
থাক সকলের গায়ে মাখা।।
মা আমাকে গোসল করায়
পোশাক পরায় খাবার খাওয়ায়,
খুব সহজে পারতো না মা
যদি বাবা না রাখিত
মাকে তার সম্মানে ছায়ায়।।
বাবা মায়ের রক্তে, ঘামে
বেড়ে ওঠে সন্তানের প্রাণ,
সন্তান হয়ে কেউ ভুলনা
বাবা-মায়ের এই অবদান।
দুজন মিলে গড়িয়ে দেয়
ভবিষ্যতে চলার চাকা।।
Comments
Post a Comment