ক্ষমা করো
ক্ষমা করো
খাদিজা বেগম
ক্ষমা করো ক্ষমা করো
ভুল কারী কে বারবার ক্ষমা করো,
ক্ষমা করে করে তুমি
তোমাকে এক মহামানব গড়ো।।
ভুলে ভরা মানব জীবন
ক্ষমা ছাড়া অচল হয়ে যাবে,
আজকে তুমি করলে ক্ষমা
আগামীতে তুমিও ক্ষমা পাবে।
কর্কশ রুক্ষ অশ্লীল ভাষা
করা থেকে তুমি দূরে সরো।।
মনুষ্যত্ব বজায় রেখে
শালীন ভাবে সুন্দর কথা বলো,
নৈতিকতা রক্ষা করে
ভেবে চিন্তে প্রতিটা পথ চলো।।
ক্ষমা ছাড়া থাকবে না কেউ
সবাই যাবে যন্ত্রনাতে ভেসে,
সব সম্পর্ক আগলে রেখো
খুব যতনে গভীর ভালোবেসে।
আজকে থেকে হিংসা, নিন্দা,
গীবত রেখে ক্ষমা করা ধরো।।
Comments
Post a Comment