ভাগ্যের দুয়ার
ভাগ্যের দুয়ার
খাদিজা বেগম
খুলি খুলি করে ও তো
আর খুললো না আমার ভাগ্যের দুয়ার,
আমি যেন হতভাগা
শিকার হলাম অদৃশ্য এক জুয়ার।।
ঘুরি ঘুরি করেও তো
আর ঘুরলো না আমার ভাগ্যের চাকা,
হাজার দুঃখ কষ্ট দিয়ে
এই দুঃখিনীর কপাল খানা ঢাকা।
যন্ত্রণাতে ভরা এ বুক
এই বুকেতে নাই যন্ত্রণার শুমার।।
হবে হবে করে ও তো
আর হলো না মানুষ হয়ে বাঁচা,
ঝরা পাতার মতো করে
ঝরে গেল আমার সকল আশা।।
স্বপ্ন ছিল অনেকে বড়
হব বাবা মায়ের সেরা সন্তান,
ভাগ্য দোষে দোষী হলাম
পারি নাই তো দিতে তাদের সম্মান।
ফুটি ফুটি করেও তো
ঝরে গেল আশার পুষ্প আমার।।
Comments
Post a Comment