ধনী হওয়া নয় অপরাধ
ধনী হওয়া নয় অপরাধ
খাদিজা বেগম
গরিব মানুষ সারা জীবন
দুঃখ কষ্ট নিয়ে জীবন কাটায়,
বজ্রপাতে মরে গরিব
ধনী থাকে সুরক্ষিত জায়গায়।।
ঝড় তুফানেও উড়িয়ে নেয়
খেটে খাওয়া গরিবের ঘর বাড়ি,
ধনী থাকে খুব আরামে
ইট পাথরের বাড়ি সারি সারি।
এক পৃথিবী দীর্ঘশ্বাস
বুকে নিয়ে গরীব করে হায় হায়।।
নদী ভাঙ্গন শুরু হলেও
ভাঙ্গিয়া নেয় গরিব লোকের ভিটা,
গরিবের ধন সকলেই খায়
খেতে লাগে মধুর চেয়েও মিঠা।।
ধনীদের ধন বিষাক্ত খুব
তা লাগে না তেমন কোন কাজে,
পাপ কর্ম আর বিশৃঙ্খলায়
খরচ করে সাধু সাধু সাজে।
ধনী হওয়া নয় অপরাধ
যদি থাকো নৈতিকতার ছায়ায়।।
Comments
Post a Comment