নাক ঠেকিয়ে

 নাক ঠেকিয়ে 

খাদিজা বেগম 


নাক ঠেকিয়ে ঠেকিয়ে মন 

তোমার থেকে নিতে চায় ঘ্রাণ,

দূরে দূরে থাকো যদি 

কাঁদে আমার বিরহী প্রাণ।।


হাত বাড়িয়ে বাড়িয়ে মন 

মাখিতে চায় আদর সোহাগ, 

লাশের মতন নিরুপায় মন 

তুমি ছাড়া আমি নির্বাক।

ঝড় উঠেছে মনের মাঝে 

তুমি ছাড়া পাবো না ত্রাণ।।


বুকের সাথে বুক মিলিয়ে 

এসো না প্রেম করি দুজন, 

প্রেমের ক্ষুধায় প্রাণ জ্বলে যায় 

আর থেকো না দূরে সুজন।।


বল বল প্রেমিক ছাড়া 

কে বুঝিবে প্রেমিকার মন,

কেমন করে বুঝাই তোমায় 

তোমায় আমার খুব প্রয়োজন।

শুইলে আমার ঘুম আসেনা 

দুই নয়নে বিরহের বান।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান