সত্য অনুসরণে
সত্য অনুসরণে
খাদিজা বেগম
ভয় করো না ভয় করো না
ভয় করো না মরনে,
সাহস নিয়ে মরে যারা
তারাই থাকে স্মরণে।।
বীর সাহসী যোদ্ধা যারা
তারাই হলো শ্রেষ্ঠ জন,
জালিম ধ্বংসকারী তারা
বারবার তাদের প্রয়োজন।
শ্রেষ্ঠ মানুষ চিনে নিও
তাদের কাজের ধরনে।।
ভয় মানুষের আসল মৃত্যু
ভয় পেলে কেউ বাঁচে না,
মানুষ যারা তারা কভু
অন্যের কথায় নাচে না।।
প্রাণ হারালেও মানুষ কভু
অনৈতিক পথ ধরে না,
মরার পরেও অমর থাকে
মানুষ কভু মরে না।
পবিত্র সুখ আছে শুধু
সত্য অনুসরণে।।
Comments
Post a Comment