রিনিঝিনি বৃষ্টি
রিনিঝিনি বৃষ্টি
খাদিজা বেগম
বন্ধু আমার মন আকাশে
রিনিঝিনি বৃষ্টি,
তার বৃষ্টিতে মন ভেজাতে
লাগে ভারি মিষ্টি।।
বন্ধু আমার প্রেমের সাগর
আমি সেই সাগরের ঢেউ,
তারে কত ভালোবাসি
তা জানেনা তো কেউ।
বন্ধুর মুখে এত মায়া
সরে নাতো দৃষ্টি।।
বন্ধু আমার সবুজ পাহাড়
স্বচ্ছ ঝর্না ধারা
বাঁচবো না আর একটি দিন
আমি তারে ছাড়া।।
বন্ধু আমার জাদু কারি
জাদু জানে ভিশন,
তার ভাবনায় মন ডুবে যায়
মন মানে না শাসন।
বন্ধু আমার শ্বাস-প্রশ্বাসে
প্রাণ বাঁচানো কৃষ্টি।।
Comments
Post a Comment