সমস্যা
সমস্যা
খাদিজা বেগম
এখানে সেখানে শুধু সমস্যা
সমস্যা দেখে কভু ডরায় না মানুষে,
আপন কাজের দক্ষতা দিয়ে
সব সমস্যা চিবিয়ে চিবিয়ে খায় চুষে।।
যতটা কঠিন লাগে সমস্যা
ততটা কঠিন নয় সমস্যা বুঝলে,
খুঁজে দেখো পেয়ে যাবে সমাধান
সব সমস্যার সমাধান মিলবে খুঁজলে।।
অন্ধকারের গর্তে গর্তে
সমস্যা দেখে পালিয়ে বেড়ায় ইঁদুরে,
মাথাটা খাটিয়ে করো সমাধান
সমাধান করে দিতে পারে নাতো সিদুরে।।
যতটা সরল ভেবেছো দুনিয়া
ততটা সরল নয়তো কঠিন দুনিয়া,
নিজের নয়নে না দেখিয়া তুমি
বাড়িয়ে দিও না ঐ পা কারো কথা শুনিয়া।।
পশুরা শিকার ধরে ধরে খায়
ধরতে ব্যর্থ হলে সে থাকবে না খেয়ে,
না খেয়ে না খেয়ে থাকতে থাকতে
শিকারির হাতে সেও যাবে শিকার হয়ে।।
সত্য মিথ্যা ভিন্ন ভিন্ন
একই সাথে কভু তাদের মিশিয়ে দিওনা,
মন্দ জেনেও মিথ্যা জেনেও
কভু তাদের কে কাছে টেনে যেন নিও না।।
ভুল কারীদের ক্ষমা করে দাও
ষড়যন্ত্র কারীদের দাও শাস্তি,
যত পারো হাসো প্রাণ খুলে বাঁচো
পরের ক্ষতি না করে তুমি কর মাস্তি।।
এই দুনিয়ার যুদ্ধক্ষেত্রে
আমরা সকলে এক এক জনা যোদ্ধা,
জীবন বাঁচাতে যুদ্ধ করব
রাখবো সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা।।
সম্মান দিলে সম্মান পাবো
অপমান দিলে পাবো অপমান আবার,
কর্মের আগে ভেবে নিও সবে
যার যা কর্ম তাই ফের আসবে সবার।।
যে মানুষের দেয় সময়ের দাম
সময়ের সাথে তারা ফুল হয়ে ফুটিবে,
পৃথিবীর বুকে সুভাষ ছড়িয়ে
মানুষের দ্বারে ভালোবাসা নিয়ে ছুটিবে।।
Comments
Post a Comment