জানতে চেয়েছিলে
জানতে চেয়েছিলে
খাদিজা বেগম
তুমি জানতে চেয়েছিলে
আমি কেমন আছি,
তার উত্তরে দিয়েছিলাম
এই মুখ ভরা হাসি।।
নিশ্চয়ই তুমি ভেবেছিলে
আমি অনেক সুখী,
জানো, দুঃখ ঢাকার জন্যই
বেশি হাসে দুঃখী।
মরে যাবার আশা নিয়ে
এখনো তো বাঁচি।।
মরণ ছাড়া আশা নাই আর
কোন কিছু পাবার,
মরার পরে হারানো প্রেম
আমি চাইবো আবার।।
এ জগতে নাইবা হলো
তোমার আমার মিলন,
ঐ জগতে সাথী হবো
তুমি আমি দুজন।
খুব গোপনে তোমায় ভেবে
চোখের জলে ভাসি।।
Comments
Post a Comment