নিজ জানাজা

 নিজ জানাজা 

খাদিজা বেগম 


জানিনা কোন অপরাধে 

যাচ্ছি কেঁদে পাচ্ছি সাজা,

কি এমনটা করেছি পাপ 

মাফ করনি মহারাজ।।


আর ঝরাবে কত বারি 

এই দুঃখিনির দুই নয়নে, 

মাপ করে দাও হে দরদী 

ভুল যদি হয় তোমার সনে।

পাপে পাপে কাতর এই মন 

মাপে মাপে করো তাজা।।


দাও আমাকে তুমি তোমার 

ভালবাসার হাত বাড়িয়ে, 

দোষ গুলোকে ধ্বংস করে 

গুনে গুনে দাও ভরিয়ে।।


এই জীবনে আমি কভু 

করিনি তো কারো ক্ষতি, 

তবু কেন দাও থামিয়ে 

তুমি আমার চলার গতি।

মাঝে মাঝে মন চায় আমার 

পড়ে ফেলি নিজ জানাজা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান