অমানিশার রাত

 

অমানিশার রাত 🌃
খাদিজা বেগম

আমার আকাশ আধার ভরা
সেখানে নাই জোছনা ঝরা চাঁদ,
আমার জীবন দুঃখ ভরা
সেখানে নাই সুখ আনন্দের স্বাদ।।

একলা চলার জীবন আমার
একলা কেঁদে কেঁদে ভিজাই চোখ,
ডানে বামে সামনে পিছে
স্বপ্ন ভাঙ্গা সব হারানো শোক।
এমন কেহ নেই তো আমার
চলার পথে যে ধরিবে হাত।।

আমার সূর্য মেঘে ঢাকা
অন্ধকারে ঢাকা আমার দিন,
মানব জীবন পেয়েও আমি
প্রতিটা দিন টেনে যাচ্ছি ঋণ।।

অন্যের মাথায় আমি বোঝাই
আমার মাথায় ঋণের বোঝা ভাই,
বুকের ভিতর এক দাবানল
দিবানিশি পুড়ে পুড়ে ছাই।
আর কবে যে দূর হবে মোর
এই জীবনের অমানিশার রাত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান