স্বদেশ

 স্বদেশ 

খাদিজা বেগম 


স্বদেশ আমার মা জননী 

তোমার হয়না কোন তুল্য,

তোমার হাসি খুশির কাছে 

তুচ্ছ আমার প্রাণের মূল্য।।


তোমার সম্মান রক্ষা করতে 

জেগে আছি তোমার সন্তান,

তোমার জন্য হাসিমুখে 

দিয়ে যাব প্রাণ বলি দান।

তোমার শত্রু পোড়াবো তাই

আমি জ্বলছি অগ্নি তুল্য।।


তোমার কোলে জন্ম নিয়ে 

এসেছি এই পৃথিবীতে, 

আবার চলে যাব আমি 

এই প্রাণ তোমায় দিতে দিতে।।


তুমি যে এক অদ্বিতীয় 

সকল চোখের বিস্ময় তুমি,

তুমি আমার চোখের মণি 

প্রাণের প্রিয় জন্মভূমি।

সারা জীবন থাকবো মাগো

আমি তোমার আনুকূল্য।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান