বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়
খাদিজা বেগম
যেমন নদীর গভীরের ঢেউ
ভাঙ্গে গিয়ে নদীর কূলে কূলে,
তেমনি করে বুক ভেঙ্গে যায়
নিজের প্রতি করা ভুলে ভুলে।।
কেউ দেখি না নিজেদের ভুল
অন্যদের ভুল দেখি বারে বারে,
কেউ ভাবি না আপন ভুলে
আপন জীবন ভরলো হাহাকারে।
আপনাকে সঠিক ভেবে
আপনা থেকে চড়ে উঠি শূলে।।
আপনার ভুল ধরতে হলে
সবার আগে মানুষ হওয়া লাগে,
আপনার ভুল ধরতে পারলে
আমি শুধরে যেতাম অনেক আগে।।
আমরা সবাই দেখতে মানুষ
সত্যিকারের মানুষ কি আর আছি,
মনুষ্যত্ব ধ্বংস করে
ভুল করেও হায়েনার মত হাসি।
সত্য চোখে দেখলে দেখি
আমি নিজেই নিজের দুঃখের মূলে।।
Comments
Post a Comment