দেশ জননী
দেশ জননী
খাদিজা বেগম
দেশ জননী জন্মভূমি
জন্ম থেকে তোমায় আমি চিনি,
তোমার আলো, বাতাস, পানি
সবকিছুতেই হয়ে গেছি ঋণী।।
এ জগতে তোমার চেয়ে
আমার কাছে কেহ নাই তো আপন,
তোমার বুকেই থাকবো আমি
হয় যদিও তাতে আমার মরণ।।
মরি কিংবা বাঁচি আমি
থাকবো তোমার সন্তান চিরদিনি।।
মাগো তোমার সম্মান রাখতে
জ্ঞানে গুনে বড় হতে হবে,
সূর্য হয়ে জ্বলবে তুমি
তোমার আলো ছড়াবে এই ভবে।।
তুমি হবে অনুকরণ
তোমায় দেখে শিক্ষা নেবে সবে,
তোমার কোলে জন্ম নেয়া
আমার জীবন তবেই সার্থক হবে।
তোমার সম্পদ সম্মান নিয়ে
আর দেব না করতে ছিনিমিনি।।
Comments
Post a Comment