উদ্ভাসিত হৃদয়
উদ্ভাসিত হৃদয়
খাদিজা বেগম
উদ্ভাসিত হৃদয় আমার
বৃষ্টির জলে ভিজে ভিজে নাচে,
উল্লাসিত এ মন আমার
তোমায় আপন করে পাবার আশে।।
প্রেম রোমাঞ্চে রোমাঞ্চিত
তোমায় দেখে প্রেম জেগেছে মনে,
আনন্দিত এ মন আমার
নিরজনে যেতে তোমার সনে।
দুঃখ কষ্ট দূর হয়ে যায়
তুমি থাকলে আমার পাশে পাশে।।
উচ্ছ্বাসিত এ মন আমার
মনে মনে তোমার কাছে টানে,
ওগো তোমার মুখের কথায়
জানিনা তো কি যে জাদু জানে।।
তোমায় দেখলে দুঃখ হারায়
সুখ ভরে যায় মনের কানায় কানায়,
তুমি ছাড়া খুব অসহায়
আমাকে কি একা একা মানায়।
তোমায় দেখলে সুখ সুখ লাগে
তাই তো এমন তোমায় ভালোবাসে।।
Comments
Post a Comment