চোখের বরষা
চোখের বরষা
খাদিজা বেগম
এই সমস্যা সেই সমস্যা
জীবন মানে সমস্যা,
মানব জীবন গড়তে হলে
চাই সকলের তপস্যা।।
শুদ্ধ আত্মা পেতে হলে
করো কঠিন সাধনা,
ভুলগুলোকে শুধরে নিয়ে
করো আত্মার মার্জনা।
যদি আত্মা অসুস্থ হয়
কর তারে চিকিৎসা।।
করো মাঝে দ্বন্দ্ব হলে
করে দিও মীমাংসা,
ভালো মন্দ বুঝতে পারলে
করো নিও প্রশংসা।।
জিততে হলে পুষে রাখো
একের পর এক জিজ্ঞাসা,
সত্যি কারের মানুষ হতে
রাখো জ্ঞানের পিপাসা।
সব সমস্যার এক সমাধান
কর্মের উপর ভরসা।।
সৃষ্টির শ্রেষ্ঠ সেরা তুমি
ধ্বংস করো তোমার দোষ,
কর্ম গুণে স্বর্গ নরক
কর্ম গুণে হও মানুষ।
তোমার কর্মে না নামে যে
কারো চোখের বরষা।।
Comments
Post a Comment