প্রেম হয় ভারী মিষ্টি
প্রেম হয় ভারী মিষ্টি
খাদিজা বেগম
মেঘ বিহনে ঝরে না তো
পৃথিবীতে একফোঁটাও বৃষ্টি,
প্রেমিক হৃদয় ছাড়া কভু
কোরো মনে প্রেমের হয় না সৃষ্টি।।
কেউ জানে না কেউ বোঝেনা
কি দেখে যে কার প্রেমে কে পড়ে,
কোন মায়াতে আটকে থাকে
দুটি মানুষ জনম জনম ধরে।
যুগ যুগ দেখার পরেও তাদের
দেখার নাই শেষ পরেনা তো দৃষ্টি।।
ভালোবাসা হয়ে গেলে
তা রয়ে যায় মরনেরও পরে,
কেউ কাউকে ছেড়ে যায় না
শেষ বেলাতেও রাখে যত্ন করে।।
হাজার দুঃখ কষ্ট এলেও
দুইজন মিলে করে মোকাবেলা,
সহযোদ্ধা হয়ে থাকে
কেউ করে না কাউকে অবহেলা।
জোর করে প্রেম হয় না কভু
হৃদয় থেকেই প্রেম হয় ভারী মিষ্টি।।
Comments
Post a Comment