মূর্খ থাকার জ্বলা

 মূর্খ থাকার জ্বলা 

খাদিজা বেগম 


এই চরণের প্রতি কদম 

তোমায় ভেবে তোমার জন্য চলা, 

এই বদনের প্রতি কথা 

তোমায় ভেবে তোমার জন্য বলা।।


এই জীবনের সব পরিশ্রম 

তোমায় ভেবে তোমার জন্য করা, 

তুমি আমার সৃষ্টি কর্তা 

এই দেহ মন তোমার হাতেই গড়া।। 

তুমি রহিম দয়ার সাগর 

সেই সাগরের নাই কিনারা, তলা।।


আজও ভুলতে পারিনা তো 

তোমার দেয়া সুখময় সেই স্মৃতি, 

হাজার দুখের মাঝেও আমি 

তাই তোমাকে জানাই অশেষ প্রীতি।।


তোমার হুকুম ছাড়া আমার 

এই জীবনের কিছুই হয় না কভু,

দুঃখ কষ্ট শোকের মাঝেও 

আমায় মঙ্গল সুখ দিয়েছো প্রভু।

জ্ঞানে জ্ঞানে দূর করে দাও 

এই জীবনের মূর্খ থাকার জ্বলা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান