প্রেমের অনুরাগে

 প্রেমের অনুরাগে

খাদিজা বেগম 


এক মুহূর্ত না দেখিলে 

তোমায় দেখার ইচ্ছা ইচ্ছা জাগে,

তোমায় দেখে চোখ ফেরে না 

মনের মাঝে মায়া মায়া লাগে।।


তোমার চোখে চোখ পরিলে 

আমার চোখে নেশা নেশা ধরে,

তুমি যদি না বুঝো গো 

বল তোমায় বুঝাই কেমন করে। 

এই পৃথিবী এত সুন্দর

তা বুঝে নি তোমায় দেখার আগে।।


তুমি আমার হাতটা ধরে 

হাটো যদি আমার পাশে পাশে,

তখন যেন পৃথিবীতে 

জান্নাতের সুখ শান্তি নেমে আসে।।


তুমি যখন কথা বলো 

আমি যেন কবিতার গান শুনি,

তুমি যখন দূরে থাকো 

আমি তখন প্রতিটা ক্ষণ গুনি।

তোমায় ছাড়া মনের বাগের

ফুল ঝরে যায় প্রেমের অনুরাগে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান