প্রেমে পড়েছি

 

প্রেমে পড়েছি

খাদিজা বেগম 


প্রথম যেদিন তোমায় দেখি 

সেদিনইতো তোমার প্রেমে পড়েছি,

নিজেরি পথ ভুলে গিয়ে 

তোমার পিছে তোমারি পথ ধরেছি।।


তোমায় দেখার পরেই যেন 

নেমে এলো এই জীবনে আনন্দ,

তোমার পরশ পেলেই যেন 

মনে মনে মন পেয়ে যায় স্বাচ্ছন্দ।

তোমায় নিয়ে হাজার স্বপ্ন 

রাত্রি জেগে জেগে আমি গড়েছি।।


প্রতি ক্ষণে ক্ষণে আমি 

তোমাকে পাই আমার প্রতি নিঃশ্বাসে,

এমনি করেই পাবো তোমায় 

আমার এই মন দিয়েছি সেই বিশ্বাসে।।


তোমাকে খুব ভালোবাসি 

একথাটি কভু ভুলে যেও না,

তোমায় পাবার স্বপ্ন আমার 

কোনদিনও যেন ভেঙে দিওনা।

তুমি আমার আমি তোমার 

এই বিশ্বাসে মন থেকে প্রেম করেছি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান