যাওয়ার যাত্রী

 

যাওয়ার যাত্রী
খাদিজা বেগম

জানি একবার গেলে পরে
কভু আমি আর আসবো না ফিরে,
যারা গেছে কেউ আসেনি
তোমাদের এই ভালোবাসার নীড়ে।।

তবুও তো যেতে হবে
একে একে যাচ্ছি আমরা সবে,
আসা যাওয়ার যাত্রী আমরা
কেউ রবো না রবো না এই ভবে।
আপন খবর নাই আপনার
খুব নীরবে যাচ্ছি ধীরে ধীরে।।

আজ তোমাদের জানাই আমি
বিদায় ছালাম আমার বিদায় ছালাম,
দুঃখ দিতে চাইনি আমি
তোমাদেরকে তবুও কাঁদলাম।।

সারা জীবন নিয়ে গেলাম
দিয়ে যেতে পারলাম না তো কিছু,
আজ আমাকে মাফ করে দাও
ঋণের বোঝায় বোঝায় মাথা নিচু।
আমার কর্ম পর হবে না
আপন হয়ে থাকবে আমায় ঘিরে।।

তোমরা সবাই আমার কাছে
প্রিয় থেকেও ছিলে খুব প্রিয় জন,
কোনদিন হয়নি জানা
সবার কাছে আমি ছিলাম কেমন!
চোখের সামনে থাকবো না আর
থেকে যাব তবু মন গভীরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান