চেষ্টা করি
চেষ্টা করি
খাদিজা বেগম
নামও চাই না যাশও চাই না
আমি চাই না কোন খ্যাতি,
সত্যি কারের মানুষ হবার
চেষ্টা করি দিবা রাতি।।
চেষ্টা করি অন্যের দুঃখে
দুঃখী হয়ে সুখ জাগাবার,
আশা ভাঙ্গা মনের ভিতর
রঙিন আশার গাছ লাগাবার।
চেষ্টা করি অন্ধকারে
জ্বেলে দিতে আশার বাতি।।
বারে বারে চেষ্টা করি
পথভ্রষ্টকে পথ দেখাবার,
মুছে দিতে চেষ্টা করি
দুঃখীর বুকের সব হাহাকার।।
শান্ত মনের মানুষ আমি
কভু চাইনা বাড়াবাড়ি,
প্রয়োজনে প্রলয় হবো
ধ্বংস করবো অন্যায়কারী।
আমি হলাম নৈতিকতার
নৈতিকতাই আমার সাথী।।
Comments
Post a Comment