এত নিষ্ঠুর হলে
এতো নিষ্ঠুর হলে
খাদিজা বেগম
যতই তোমায় আপন ভাবি
তুমি আমায় ততই ভাবো পর পর,
কেন এত নিষ্ঠুর হলে
নির্দয় হলে তুমি আমার উপর।।
কেন তুমি আগের মত
চাও না করতে আমার সাথে দেখা,
আমায় দেখলে পথ ঘুরে যাও
তুমি আমায় রাখো একা একা।
ভালো নাই মন ভালো নাই প্রাণ
তবুও তো লও না আমার খবর।।
তোমায় ছাড়া একা একা
দুই নয়নে শুধু অশ্রু ঝরে,
তোমার দেয়া অবহেলায়
অবশেষে একদিন যাব মরে।।
একটুখানি বাসলে ভালো
একটুখানি থাকলে আমার পাশে,
আমি এত তাড়াতাড়ি
পরিণত হতাম না তো লাশে।
বেঁচে থাকতে পাইনি যারে
চাইনা আমি সে দেখুক মোর কবর।।
Comments
Post a Comment