বাংলা মায়ের অঙ্গে

 বাংলা মায়ের অঙ্গে 

খাদিজা বেগম 


বাংলা মায়ের অঙ্গে অঙ্গে 

সবুজ সবুজ বর্ণের শাড়ি জড়ানো,

সবুজ শাড়ির মাঝে মাঝে 

আঁকাবাঁকা নদী, পাহাড় ছড়ানো।।


মাগো তোমার আঁচল ভরা 

শিশির ভেজা টকটকে লাল গোলাপ ফুল, 

তোমার শাড়ির পাড়ে পাড়ে 

নীল সাগরের ঢেউয়ে ভরা সুন্দর কূল।

সুন্দরবনের সুন্দরী গাছ 

গাছে গাছে আছে মধু ভরানো।।


তোমার গলায় তারার মালা 

ঝলমল সূর্যের টিপ রয়েছে কপালে, 

তোমায় দেখেই ঘুমাই রাতে 

আবার দেখবো বলে জাগি সকালে।।


রূপে, গুণে, ধনে ভরা 

এমনি দেশ পেয়ে ধন্য হয়েছি,

হে জননী জন্মভূমি

লাখো প্রাণের দামে তোমায় পেয়েছি।।

তোমার সম্মান তোমার সম্পদ 

রক্ষা করতে দিতে পারি পরানো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান