তোমাকে চিনেছি
তোমাকে চিনেছি
খাদিজা বেগম
চিনেছি চিনেছি তোমাকে চিনেছি
তুমি যে আমার স্বপ্নের রানী,
দেখেছি দেখেছি তোমাকে দেখেছি
দিয়েছ ঘুমের ঘরে হাতছানি।।
ইশারাতে ডেকে নিয়ে গেছো তুমি
অচেনা অজানা কোন এক দেশে,
ঘুমন্ত প্রেম জাগিয়ে দিয়েছো
ঘুমের ঘরেতে খুব ভালোবেসে।
মনের ঘরে আমি পেয়েছি তোমাকে
সুভাষ ছড়ানো এক ফুলদানি।।
তোমার ফুলের সুভাষে সুভাষে
আমার এ মন ওলি হয়ে উড়ে,
তোমার প্রেমের আগুনে আগুনে
আমার এ মন পতঙ্গ পুড়ে।।
তোমার প্রেমের যমুনাতে আমি
সাঁতার কাটবো তুমি হলে রাজি,
জনম জনম থাকবো প্রেমো জলে
প্রেমের তরীর হয়ে রবো মাঝি।
ভালোবেস আমি সম্মান দেব
তুমি হয় রবে খুব সম্মানি।।
Comments
Post a Comment