শোনো অফিসার

 শোনো অফিসার 

খাদিজা বেগম 


শোনো শোনো শোনো অফিসার অমানুষ অফিসার,

ঐ গরিব দুঃখীর প্রতি কেন এত অবিচার।।


ভবিষ্যতে বিচার হবে মনে রেখো তা তোমারও, 

সে বিচারের দিন আসার আগে শোধরাতে পারো।।


সামান্য ভুলে গরিবের পেটে আর কত লাথি? 

আজ থেকে জ্বালাও মনের মাঝে ন্যায়ের বাতি।।


তোমার জীবনে কত শত আছে ভুল আর পাপ,

তাই নিয়ে তোমার ভিতরে নাইতো কোন অনুতাপ।।


আজ থেকে তুমি অফিসার এই কথা ভুলে যাও, 

একজন মানুষ হয়েই মানুষের পাশে দাঁড়াও।।


আজ রাতে তোমার মাথাটা রেখে কোমল বালিশে, 

তোমার ঐ আঙ্গুল তোলো তোমার দিকে নালিশে।।


কত শত পাপে ভরা তুমি, তবু দাও কারে সাজ,

তুমি তুচ্ছ, হুকুমের দাস, ভেবেছিলে মহারাজা।।


ধনী বল অথবা গরিব এক স্রষ্টার গড়া, 

স্রষ্টার আদেশ-নিষেধ না মানিলে খাবে ধরা।।


মানুষ তোমায় হতে হবে কাজে কর্মে মানুষ,

কথার আগে কাজের আগে রাখতে হবেই হুশ।।


ভালোবাসার হাত বাড়াও সুখে ভরে যাবে বুক,

সৎ গুণে গর্বিত হও ধ্বংস হবে অসুখ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান