ভুলে ভরা মানুষ
ভুলে ভরা মানুষ
খাদিজা বেগম
কি দিয়ে যে কেমন করে
তোমায় আমি করব খুশি,
ভুলে ভরা মানুষ আমি
হাজার দোষে দোষে দোষী।।
মিথ্যে কথা বলবো না আর
বলার পরেও মিথ্যা বলি,
অন্যায় পথে চলবো না আর
বলেও অন্যায় পথে চলি।
তবু তোমায় ভালোবাসে
আমার মনের মাঝে পুষী।।
মনে মনে ভাবি একটা
কাজে কর্মে আর একটা হয়,
আমায় দেখে আমারি তো
মাঝে মাঝে লাগে খুব ভয়।।
জানিনা কার পাল্লায় পড়ে
আমার শত্রু হলাম আমি,
কেমনে তোমার বন্ধু হব
দাও বলে দাও অন্তর্যামী।
ইচ্ছে করে না হলেও
আমরা কেহ নই নির্দোষী।।
Comments
Post a Comment