তোমাকে চাই
তোমাকে চাই
খাদিজা বেগম
আজান শুনলে নামাজ পরি
ক্ষুধা লাগলে পেট ভরে খাই,
সময় মতো গোসল করি
আবার রাত্রি এলেই ঘুমাই।।
যেন বেঁচে থাকার জন্য
প্রতিটা দিন বেঁচে থাকি,
যন্ত্রণাতে ভরা এই বুক
শুধু মরণ হতে বাকি।
এত জ্বালায় জ্বলছি আমি
জ্বলে পুড়ে জীবনটা ছাই।।
আলোকিত দিন কিংবা রাত
কোনটাতে নেই আমার সাধ ,
তোমার বিয়াগো ব্যাথায় ব্যাথায়
এই জীবনটা হলো বরবাদ।
ফুলে ফুলে প্রজাপতি
মিষ্টি মধুর কোকিলের গান,
তুমি বিনে কোনোটাতেই
ভরে না তো শূন্য এই প্রাণ।
মনে মনে মন কেবলি
তোমাকে চাই তোমাকে চাই।।
Comments
Post a Comment