প্রেম হলো নিলাম
প্রেম হলো নিলাম
খাদিজা বেগম
এই জীবনে আমি তোমার
ভালোবাসা নাই বা পেলাম,
তবুও তো আমি তোমার
অবহেলার পাত্রী হলাম।।
তোমার আচার ব্যবহারে
জেনে গেছি অনেক আগে,
তবু তোমায় ভালবাসি
ভালবাসার ইচ্ছা জাগে।
জানিনা কোন অপরাধে
আমার এই প্রেম হল নিলাম।।
তোমার মুখেই বললে তুমি
আমি তোমার চোখের বালি,
তবু তোমায় ভালোবেসে
এই হৃদয়ের মাঝে পালি।।
তোমার ঘৃণা আমার কাছে
সৃষ্টিকর্তার পরে দামি,
তবুও তো এই সান্তনা
তোমার ঘৃণার পাত্রী আমি।
তোমার মনটা নাই বা পেলাম
ঘৃণার বদলে এই মন দিলাম।।
Comments
Post a Comment