জন্ম থেকেই গরিব
জন্ম থেকেই গরীব
খাদিজা বেগম
টাকা আছে পয়সা আছে
আছে অনেক অনেক বাড়ি গাড়ি,
দুই নয়নে ক্ষণে ক্ষণে
তবু ঝরে পরে অশ্রুর বারি।।
সন্তান ছাড়া খা খা করে
সন্তানহীনা পিতা মাতার বুকে,
কেউবা আবার রাস্তায় থাকে
নিজের সন্তান বুকে নিয়ে সুখে।
এই দুনিয়ায় গরিব ভরা
সব গরিবের মনে আহাজারি।।
রাজকীয় খাবার খেয়ে
কারো কারো ঘুম আসে না চোখে,
না খেয়ে ও পথের মাঝে
কি আনন্দে ঘুমায়ে রয় লোকে।।
সন্তান, সম্পদ কিছুই নাই যার
তারাও তো তার ভরসায় বাঁচে,
হাত নেই পা নেই তাদেও মন
পুলকিত হয়ে হয়ে নাচে।
জন্ম থেকেই গরিব মানুষ
তবে করছো কিসের অহংকারী।।
Comments
Post a Comment