অন্যের প্রতি শ্রদ্ধা

 অন্যের প্রতি শ্রদ্ধা 

খাদিজা বেগম 


অন্যের প্রতি শ্রদ্ধা রাখো 

ভক্তি রাখো, রাখো ভালোবাসা, 

তবেই তুমি রাখতে পারো 

সত্তিকারের মানুষ হবার আশা।।


অন্যের প্রতি কৃতজ্ঞ হও 

অন্যের সাথে বলো শালীন কথা, 

তোমার কথায় কাঁদে না যে 

অন্য কোন লোকে যথা তথা।।

অন্য মানুষ আছে বলেই 

তোমার জীবন এতো সুন্দর খাসা।।


অন্যে তোমার নাম রাখিল 

অন্যে তোমার জন্ম দিল,

যখন তুমি অচল ছিলে 

অন্য লোকে পাশে ছিল।।


এখন তুমি বাক শিখেছ 

রাগ শিখেছো শিখছো একা চলা,

তাই বলে আজ যা খুশি তাই 

যারে তারে যাবে না তো বলা। 

আমরা সবাই অন্যের জন্য 

হয়ে থাকবো নির্ভরযোগ্য বাসা।।


আবার যখন অচল হবে 

অন্য লোকেই করবে তোমার সেবা, 

মরে গেলেও মাটি দেবে 

তাই অন্যকে সদা সম্মান দেবা।

অন্যজনের করলে ক্ষতি 

আর হবে না মানুষ হয়ে বাঁচা।।






Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান