পরান পাখি

 পরান পাখি 

খাদিজা বেগম 


তোমার মায়ায় পরান কান্দে 

ওরে আমার পরান পাখি, 

চলে যেতে চাও কেন আজ 

তুমি আমায় দিয়ে ফাঁকি।।


হাজার দুঃখের দুঃখী ছিলাম 

তখন তুমি কেন যাওনি, 

দুঃখ থেকে মুক্তি পেতাম 

তা কি তখন তুমি চাওনি।

এখন আমি সুখে আছি 

আর কয়টা দিন সুখে থাকি।।


এইতো আমি ভালো আছি 

খুব আনন্দে মহা সুখে, 

তবু কেন তুমি আমায় 

আজ ঠেলে দাও মৃত্যুর মুখে।।


আর কিছুদিন থাকো তুমি 

থাকো আমার নিঃশ্বাস হয়ে, 

তোমায় ছাড়া মরে যাবো 

সোনার দেহ যাবে ক্ষয়ে।

ধরা দাওনা ছোঁয়া দাও না 

কেমনে তোমায় ধরে রাখি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান