অশ্রুর ঝর্না নামে
অশ্রুর ঝর্না নামে
খাদিজা বেগম
চোখের কাছে ছিলে যখন
একটি দিনও দেখিনি তো চেয়ে,
একটি বারো ছুইনি তোমায়
বারে বারে হাতের কাছে পেয়ে।।
এত কাছে ছিল তবু
পারিনি তো কাছে টেনে নিতে,
দূরে গেছো তাই খুজি আজ
একটুখানি ভালবাসা দিতে।
তোমার প্রেমে পাগল এ মন
ও মায়াবী জাদু কারি মেয়ে।।
ফিরে এসো অভিমানী
আমায় তুমি যেও না গো ফেলে,
দূরে দূরে আর থেকো না
মনের মাঝে প্রেমের আগুন জ্বেলে।।
তুমি যে কে ছিলে আমার
আজ তোমাকে হারিয়ে তা বুঝি,
তোমায় ছাড়া দিশেহারা
বারে বারে তাই তোমাকে খুঁজি।
তোমায় ভেবে উদাস চোখে
অশ্রুর ঝর্না নামে বেয়ে বেয়ে।।
Comments
Post a Comment