হয়তো আমি বুঝিনি

 হয়তো আমি বুঝিনি

খাদিজা বেগম

হয়তো আমি বুঝিনি তা
আমাকে যা বুঝিয়েছো তখন,
সেই কথাটাই বোঝার জন্য
বসে বসে আমি ভাবছি এখন।।

আমি হালাল এক সাধারন
তোমার মত নই তো জ্ঞানীগুণী,
তাই তো প্রশ্ন করে করে
জ্ঞানীগুনির উত্তর আমি শুনি।
মানুষ হওয়ার চেষ্টা করি
জানিনা তা আমি হব কখন??

মনের দৃষ্টির নাই সীমানা
তাইতো আমি নয়ন বুঝে দেখি,
মনের কথা বোঝার জন্য
তাই তো আমি আমার মত লেখি।।

আমার ভেতর আমি আছি
আমার সাথে আছে আমার এক মন,
মনের কথা আমি শুনি
আবার আমি মন কে করি শাসন।
কাকে আমি কি বোঝাবো
নিজেরই তো জ্ঞান নেই বোঝার মতন।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান